‘যোগ্য হিসেবেই ব্যালন ডি’অর জিতেছে মেসি’

ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনায় অনেকেই করিম বেনজেমা ও রবের্ত লেভানদোভস্কিকে এগিয়ে রেখেছিলেন। জর্জিনিয়োকে নিয়েও আলোচনা কম হয়নি। শেষ পর্যন্ত অবশ্য তাদের পেছনে ফেলে বর্ষসেরা হয়েছেন লিওনেল মেসি। তাতে পুরনো বিতর্কটা উঠেছে নতুন করে, যোগ্য ব্যক্তির হাতেই কি উঠেছে পুরস্কারটি? রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির মনে অবশ্য কোনো সংশয় নেই। তার মতে, যোগ্য হিসেবেই খেতাবটি জিতেছেন পিএসজি ফরোয়ার্ড।

from bangla - খেলা https://ift.tt/3EdejcC

No comments