Breaking News

শেষ সময়ের গোলে হার এড়াল বার্সা

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ভরাডুবির হতাশা কাটিয়ে উঠবে কী, উল্টো দুই মিনিটের মধ্যেই গোল হজম করে বার্সেলোনা। বাকি সময়ে অনেক চেষ্টা করেও প্রতিপক্ষ গোলরক্ষকের বাধা পেরুতে পারছিল না দলটি। বাধ সাধে ক্রসবারও। শেষ দিকে ত্রাণকর্তা হয়ে দেখা দিলেন রোনালদ আরাহো। এই ডিফেন্ডারের গোলে গ্রানাদার বিপক্ষে হার এড়াতে পারল রোনাল্ড কুমানের দল।

from bangla - খেলা https://ift.tt/3lZr8iT

No comments