অতীত ভুলে রিয়ালের বিপক্ষে নতুন শুরুর আশায় ইন্টার
চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ তিন আসরে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকে। ইন্টার মিলান শেষবার প্রতিযোগিতাটির নকআউট পর্বে খেলেছে, সেটাও এক দশক আগে। তবে নতুন অভিযান শুরুর লগ্নে অতীত নিয়ে ভাবছেন না দলটির কোচ সিমোনে ইনজাগি। খেলোয়াড়দের নতুন ইতিহাস লেখার তাগিদ দিলেন তিনি। প্রতিশ্রুতি দিলেন শুরুর ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াকু ফুটবল খেলার।
from bangla - খেলা https://ift.tt/3Adfd6T
from bangla - খেলা https://ift.tt/3Adfd6T
No comments