ছবিতে স্পেনের রোমাঞ্চকর জয়
আট গোলের জমজমাট ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ আটে উঠেছে স্পেন। কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে সোমবার অতিরিক্ত সময়ে গড়ানো শেষ ষোলোর ম্যাচে ৫-৩ গোলে জেতে স্প্যানিশরা। তাদের হয়ে একটি করে গোল করেন পাবলো সারাবিয়া, সেসার আসপিলিকুয়েতা, ফেররান তরেস, আলভারো মোরাতা ও মিকেল ওইয়ারসাবাল। ক্রোয়াটদের দুই গোলদাতা মিসলাভ ওরসিচ ও মারিও পাসালিচ, অন্যটি আত্মঘাতী। ইউরোর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ (৮) গোলের ম্যাচ এটি। ছবি: রয়টার্স
from bangla - খেলা https://ift.tt/3jnQRBC
from bangla - খেলা https://ift.tt/3jnQRBC
No comments