Breaking News

এই ইংল্যান্ড এখন ‘বিপজ্জনক’

দলে তারকার অভাব নেই, কিন্তু মাঠের খেলায় ধার নেই। এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ইংল্যান্ড ছিল এমনই। গ্রুপের সেরা হয়েছিল তারা কোনোরকমে পাওয়া জয়ে, তিন ম্যাচে গোল ছিল স্রেফ দুটি। সেই ইংল্যান্ডই শেষ ষোলোয় জার্মানিকে হারিয়ে দিল ২-০ গোলে! দারুণ জয়ের পর ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট বলছেন, সবাই এখন অন্য চোখে দেখবে তার দলকে।

from bangla - খেলা https://ift.tt/3AdfPK4

No comments