‘চোটের কারণে মার্সেলো বাইরে, অন্য কিছু নয়’
চোটের আঘাতে দল সাজানোই দায়, সেখানে মার্সেলোর মতো অভিজ্ঞ একজন থাকার পরও তাকে দলে না রাখাটা অবাক করার। গ্রানাদা ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদের দল ঘোষণার পর থেকে তাই নানারকম গুঞ্জন শোনা যাচ্ছিল। ম্যাচের পর ধোয়াশা পরিষ্কার করলেন কোচ জিনেদিন জিদান। বললেন, চোটাক্রান্ত ব্রাজিলিয়ান ডিফেন্ডার। কোনোরকম ঝুঁকি না নিতেই তাকে রাখা হয়েছে দলের বাইরে।
from bangla - খেলা https://ift.tt/3warQ05
from bangla - খেলা https://ift.tt/3warQ05
No comments