রক্ষণের পাশাপাশি আক্রমণভাগকেও দুষলেন কুমান
ম্যাচের শুরুর দিকে দলকে এগিয়ে নেওয়া লিওনেল মেসি মিনিট দশেক পর গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন-গ্রানাদার বিপক্ষে এমন আরও কয়েকটি সুযোগ হাতছাড়া করে বার্সেলোনা। পরে অল্প সময়ের ব্যবধানে দুটি গোল খেয়ে হেরে যাওয়ায় ভীষণ হতাশ ও ক্ষুব্ধ দলটির কোচ রোনাল্ড কুমান। পরাজয়ের পেছনে দলের মনোযোগ হারানো ও রক্ষণের ভুলকে বড় কারণ হিসেবে দেখছেন তিনি।
from bangla - খেলা https://ift.tt/3xBAiHa
from bangla - খেলা https://ift.tt/3xBAiHa
No comments