পেদ্রি: স্পেনের মাঝমাঠের নতুন জাদুকর
বয়স মাত্র ১৮। লিকলিকে শরীর, চেহারায় তারুণ্যের ছাপ স্পষ্ট। তবে ফুটবল মস্তিষ্ক দারুণ উর্বর। পরিপক্কও বলা চলে। নামের পাশে ‘টিনএজার’ শব্দটা চকচক করছে। ফুটে উঠছে ‘তারকা’ তকমাটাও। বলা হচ্ছে সময়ের সেনসেশন, বার্সেলোনার মাঝমাঠের নতুন সেনা পেদ্রির কথা। ফুটবলের আঙিনায় যে পথচলা শুরু হয়েছিল ২০১৯ সালের অগাস্টে। জীবন বদলে দেওয়া পরের ১৮ মাসে অজানা-অচেনা সাধারণ এক ফুটবলার থেকে সময়ের সবচেয়ে সম্ভাবনাময় ফুটবলারদের একজন হয়ে উঠেছেন তিনি।
from bangla - খেলা https://ift.tt/31tsnwN
from bangla - খেলা https://ift.tt/31tsnwN
No comments