দেশের ক্রীড়াঙ্গন: সম্ভাবনার বছরে ভাইরাসের হানা

একের পর এক ইভেন্ট, ম্যাচ, টুর্নামেন্ট, বছর জুড়ে ব্যস্ততা, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক রোমাঞ্চের ডালি সাজানো ছিল এই বছর। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে মিলিয়ে গেছে সব। ঠাসা সূচির বছরেই ছিল টানা স্থবিরতা। সম্ভাব্য তুমুল ব্যস্ততার বছরে দেশের সব খেলাতেই পড়েছে লম্বা বিরতি। বছরের শুরু আর শেষে খেলা যেটুকু হয়েছে, তাতে ছিল সাফল্য-ব্যর্থতার মিশেল।

from bangla - খেলা https://ift.tt/3avIyzd

No comments