সেই রেফারির স্মৃতিতে ‘হ্যান্ড অব গড’ ম্যাচ ও মারাদোনার শ্রেষ্ঠত্ব

দিয়েগো মারাদোনা দুর্দান্ত ড্রিবলিংয়ে ডিফেন্ডারদের পেছনে ফেলে এগিয়ে যাচ্ছিলেন আর রেফারি আলি বিন নাসের ভাবছিলেন, এই বুঝি ফাউল হলো, বাজাবেন বাঁশি। তবে, তেমন কিছুই হয়নি সেদিন। আর হয়নি বলেই ফুটবলপ্রেমীরা সাক্ষী হতে পেরেছিল ‘গোল অব দা সেঞ্চুরি’র। সেই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন বলে গর্বিত বোধ করেন বিন নাসের।

from bangla - খেলা https://ift.tt/37bWdsc

No comments