Breaking News

‘মেসিদের বসিয়ে সতেজ ফুটবলার খেলিয়ে লাভবান বার্সা’

ব্যস্ত সূচিতে ফিটনেস ধরে রাখতে বিশ্রামের খুব প্রয়োজন-বিষয়টি অনুধাবন করতে পেরে লিওনেল মেসিসহ অনেককে বসিয়ে একাদশে আমূল পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান। দিন শেষে যা বেশ কার্যকর প্রমাণিত হয়েছে। দিনামো কিয়েভের মাঠে বড় ব্যবধানে জয়ের পর সমালোচনার মুখে থাকা এই ডাচ কোচ বললেন, অনিয়মিত ফুটবলারদের সতেজতাই এই সাফল্যের মূল কারণ।

from bangla - খেলা https://ift.tt/39dPUqp

No comments