Breaking News

২৮ বছর পরও সেই গোল একইভাবে দোলা দেয় কুমানকে

সময়ের হিসাবে পেরিয়ে গেছে ২৮ বছর। রোনাল্ড কুমান বুট জোড়া তুলে রেখে কোচ হয়েছেন, সেটাও দুই দশক হয়ে গেল। সময়ের পরিক্রমায় বদলেছে ফুটবলের অনেক কিছু, বদলের কুমানের জীবন। তবে খেলোয়াড়ী জীবনের একটি অনুভূতি এখনও একই অনুরণন তোলে তার মনে, ১৯৯২ সালে ইউরোপিয়ান কাপের ফাইনালে ফ্রি-কিকে বার্সেলোনার জয়সূচক গোল!

from bangla - খেলা https://ift.tt/31mlM7A

No comments