ফাইনালে কৌশল বদলাবেন না বায়ার্ন কোচ
ডিফেন্স লাইনকে স্বাভাবিকের থেকে ওপরে তুলে আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে যে সাফল্য মিলেছে এতদিন, সেই কৌশল পরিবর্তনের কোনো কারণ দেখছেন না বায়ার্ন মিউনিখ কোচ হান্স ফ্লিক। নেইমার-এমবাপেদের নিয়ে গড়া পিএসজির আক্রমণভাগের বিপক্ষে কিছুটা শঙ্কা থাকছে বটে, তবে নিজের দলের সামর্থ্যে আস্থা রেখে পুরনো কৌশলেই অনড় তিনি।
from bangla - খেলা https://ift.tt/34r9ehM
from bangla - খেলা https://ift.tt/34r9ehM
No comments