বিশ্বকাপ বাছাই ক্যাম্প: শুরুর শিহরণে শঙ্কার বাগড়া
পাঁচ মাসেরও বেশি সময় পর চেনা মুখগুলোকে দেখা হবে। গল্প-গুজব, খুনসুঁটি করা যাবে। মন-প্রাণ ঢেলে প্রস্তুতি নেওয়া যাবে বিশ্বকাপ বাছাইয়ের। হাতেও ছিল কোভিড-১৯ এর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট। এত প্রস্তুতি নিয়ে ক্যাম্পে এসে অনেকের কোভিড-১৯ পজিটিভ আসায় শুরুর শিহরণ উবে গেছে অনেকটাই। তবে তপু বর্মন জানালেন, প্রতিকূল পরিস্থিতিতে উৎফুল্ল থাকার চেষ্টা করছে সবাই।
from bangla - খেলা https://ift.tt/30Ke07x
from bangla - খেলা https://ift.tt/30Ke07x
No comments