‘তুমি আমার বাবা নও’, ক্রুইফকে বলেছিলেন রোমারিও
দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ছোট্ট একটা সময় স্পেনে কাটিয়েছিলেন রোমারিও। মাঠ আর মাঠের বাইরে বড় একটা ছাপ ফেলেছিলেন সেখানে। ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার গোল করতেন যেন ইচ্ছে মতো। তার জীবনযাত্রাও ছিল তেমনই। তাই একবার লেগে গিয়েছিল বার্সেলোনা কোচ ইয়োহান ক্রুইফের সঙ্গে। ডাচ এই কিংবদন্তিকে মুখের ওপর বলেছিলেন, ‘তুমি আমার বাবা নও।’
from bangla - খেলা https://ift.tt/2N2eAGl
from bangla - খেলা https://ift.tt/2N2eAGl
No comments