উড়তে গিয়ে ভড়কে গিয়েছিলেন রোমান
তিন সোনা জিতে তির-ধনুকের মিশন শেষ। মনে জাগল পোখারার আকাশে ওড়ার শখ। কর্মকর্তাদের না জানিয়ে দলবল নিয়ে চুপিসারে বেরিয়ে পড়লেন রোমান সানা। কিন্তু প্যারাগ্লাইডিংয়ের রোমাঞ্চ উবে গেল আকাশে উড়তেই। মাথা ঘুরতে লাগল বনবন করে। ধরাতলে নেমে আরেক বিপত্তি। দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। পড়েও গেলেন। দেশসেরা তিরন্দাজকে বেকায়দায় পেয়ে সতীর্থরা মেতে উঠলেন হাসি-ঠাট্টায়।
from bangla - খেলা https://ift.tt/2SJnuf5
from bangla - খেলা https://ift.tt/2SJnuf5
No comments