Breaking News

সোনার পদকের জন্য চুল কাটাননি মিজানুর, করেননি ব্রাশ!

সোনার পদকে চুমু আঁকা ছবিতে নেই আগ্রাসী রূপ। নেই লড়াইয়ের মঞ্চে প্রতিপক্ষকে ছিঁড়েছখুঁড়ে ফেলার তীব্রতা। ছবিতে টের পাওয়ার উপায় নেই, ১৫ দিন দাঁত না মাজার অস্বস্তিও! আছে গর্ব, আছে মজার স্মৃতি। ২০০৬ সালের কলম্বো এসএ গেমসের তায়কোয়ান্দোতে দেশের প্রথম অ্যাথলেট হিসেবে সোনা জেতা মিজানুর রহমান এত দিন পর ফিরে গেলেন সেই দিনগুলোয়।কঠোর অনুশীলনের সঙ্গে ‘কুট-কৌশল’ নেওয়ার গল্প বলতে গিয়ে হাসলেন প্রাণখুলে।

from bangla - খেলা https://ift.tt/2SA6EyY

No comments