যে চূড়ার কাছে রোনালদো, দূরে মেসি
ফুটবলের আঙিনায়, পরিসংখ্যানের পাতায় কতই না রঙ ছড়িয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। লিখেছেন দারুণ সব প্রাপ্তির গল্প। ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের সামনে আরেকটি রেকর্ডের হাতছানি। বয়সের ভারে শরীর পথ আগলে না দাঁড়ালে একদিন হয়তো নিজের করে নেবেন জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার মুকুটও। এখন যেটি শোভা পাচ্ছে ইরানের আলি দাইয়ের মাথায়।
from bangla - খেলা https://ift.tt/2VxNqvM
from bangla - খেলা https://ift.tt/2VxNqvM
No comments