মালদিনি ও ফুটবলের ‘ব্যর্থ’ ১০
জিতেছেন অসংখ্য শিরোপা। নিজের জায়গায় একেকজন দারুণ সফল। তবুও আছে আক্ষেপ। ক্ষত হয়ে আছে ফাইনালে হারের অনেক তেতো স্মৃতি। সাফল্য পেলে অনেকে পেছনের ব্যর্থতার কথা ভুলে যান। তাদের দলে নেই পাওলো মালদিনি। অতীতের হারগুলোর কথা মনে করে নিজেকে ভাবেন, ‘ইতিহাসের সবচেয়ে ব্যর্থ’ ফুটবলার হিসেবে।
from bangla - খেলা https://ift.tt/3bCef7M
from bangla - খেলা https://ift.tt/3bCef7M
No comments