Breaking News

লিভারপুল এবং ৩ দশকের অপেক্ষা

প্রতিযোগিতার নাম বদলে ‘প্রিমিয়ার লিগ’ রাখার পর যেন বদলে গেল লিভারপুল। দারুণ সফল দলটি দেখল মুদ্রার উল্টো পিঠ। এক দশকে ছয়বার, দেড় যুগে ১১ বার শীর্ষ লিগের শিরোপা জেতা দলটি যেন হয়ে উঠেছিল চ্যাম্পিয়নের প্রতিশব্দ। ট্রফি কেসে ১৮ শিরোপা সাজিয়ে ইংলিশ লিগের সেই সময়ের দলটির হতাশাময় পথ চলার শুরু ১৯৯০-৯১ মৌসুম দিয়ে। এরপর একে একে পার হয়ে গেছে তিন দশক, কিন্তু পরবর্তী লিগ শিরোপার দেখা মেলেনি আজও।

from bangla - খেলা https://ift.tt/2YdT7RE

No comments