স্বপ্ন দেখার বয়সে ‘অনিয়মিত লিগের’ ধাক্কা
পাইওনিয়ার লিগের পর থেকে উঠতি ফুটবলাররা স্বপ্নের ছবিগুলো আঁকতে শুরু করে নতুন রঙে। ডানা মেলতে থাকে আকাঙ্ক্ষারা। কিন্তু ধাক্কায় খেয়ে বাস্তবতার জমিনে পড়তেও সময় লাগে না। তৃতীয়, দ্বিতীয় ও প্রথম বিভাগ লিগ, স্বপ্নের পথ ধরে ছুটে চলার এই প্রতিযোগিতাগুলো যে বড্ড অনিয়মিত! আশা-নিরাশার দোলাচলে থেকে এক পর্যায়ে ঝরে যায় অনেকে। এই পর্যায়ে কাজ করা কোচ আরমান হোসাইন মনে করেন, অনিয়মিত লিগের ধাক্কায় টালমাটাল হয়ে ওঠে উঠতিদের ভবিষ্যৎ।
from bangla - খেলা https://ift.tt/2Vd8NT8
from bangla - খেলা https://ift.tt/2Vd8NT8
No comments