নতুন স্ট্রাইকারে জিদানের ‘না’

মৌসুম জুড়ে রিয়াল মাদ্রিদে ভালো একজন ফিনিশারের অভাব চোখে পড়ার মতো। সমস্যাটা মূলত ক্রিস্তিয়ানো রোনালদো যাওয়ার পর থেকেই। ইদানিং তা দেখা দিয়েছে আরও প্রকটভাবে। টানা দুই ম্যাচ অনেকগুলো সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি রিয়াল। তাতে বেশ বিরক্ত জিনেদিন জিদান। তবে নতুন কোনো স্ট্রাইকার দলে আনার সম্ভাবনাও উড়িয়ে দিলেন রিয়াল কোচ।

from bangla - খেলা https://ift.tt/3747iJQ

No comments