গোল পাওয়া নিয়ে চিন্তিত ছিলেন না বাংলাদেশ কোচ
গ্রুপ পর্বে গোল পেতে এতটা অপেক্ষার প্রহর গুণতে হয়নি বাংলাদেশকে। কিরগিজস্তানের বিপক্ষে গোল মিলেছিল প্রথম মিনিটেই। সংযুক্ত আরব আমিরাত ম্যাচে দ্বাদশ মিনিটে। সেমি-ফাইনালে কাঙিক্ষত গোল এলো প্রথমার্ধের যোগ করা সময়ে। মঙ্গোলিয়াকে হারানোর পর কোচ গোলাম রব্বানী ছোটন জানালেন গোল পাওয়া নিয়ে চিন্তিত ছিলেন না তিনি।
from bangla - খেলা http://bit.ly/2J5vtyQ
from bangla - খেলা http://bit.ly/2J5vtyQ
No comments