আইএসএসএফ আর্চারিতে মেয়েদের রিকার্ভ এককে দিয়ার সোনা
প্রথম সেটে লড়াই-ই করতে পারলেন না; হারলেন ২৭-২১ পয়েন্টে। দ্বিতীয় সেটে লড়াই জমিয়ে ২৫-২৪ ব্যবধানে হেরে বসলেন দিয়া সিদ্দিকী। কিন্তু স্নায়ুর চাপ জিতে তৃতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর পর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। ইরানের প্রতিযোগীকে হারিয়ে আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ্সের মেয়েদের রিকার্ভ এককে সোনার পদক জিতেছেন বাংলাদেশের এই আর্চার।
from bangla - খেলা https://ift.tt/2H4d3xM
from bangla - খেলা https://ift.tt/2H4d3xM
No comments