ইউভেন্তুসের মাঠে কঠিন লড়াইয়ের অপেক্ষায় সিমেওনে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ইউভেন্তুসকে হারিয়ে আতলেতিকো মাদ্রিদ নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বলে মনে করেন দলটির কোচ দিয়েগো সিমেওনে। তবে এখনই কোয়ার্টার-ফাইনাল নিয়ে ভাবতে রাজি নন এই আর্জেন্টাইন। তার মতে, ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠে কঠিন লড়াই অপেক্ষা করছে।
from bangla - খেলা https://ift.tt/2U0MX20
from bangla - খেলা https://ift.tt/2U0MX20
No comments