আদালতে রোনালদো

স্পেনে কর ফাঁকির মামলায় রেহাই পেলেন না ক্রিস্তিয়ানো রোনালদো। আপোসে শাস্তি আগেই মেনে নিয়েছিলেন। তবে গণমাধ্যমকে এড়াতে  ইউভেন্তুস তারকা চেয়েছিলেন আদালতে হাজিরা না দিতে অথবা এলে হেঁটে না ঢুকে গাড়িতে ভেতরে ঢুকতে। তার এই আবেদন বিচারক মেনে না নেওয়ায় সাধারণভাবেই আসতে হলো স্পেনের একটি আদালতে। শত শত ক্যামেরার সামনে আদালত ভবনে ঢুকলেন বান্ধবী জর্জিনা রদ্রিগেসের হাত ধরে। শাস্তি আনুষ্ঠানিকভাবে মেনে নিয়ে বেরিয়েও এলেন হাসিমুখে। ছবি রয়টার্স

from bangla - খেলা http://bit.ly/2DucgE8

No comments