পুজারা-কোহলির ব্যাটে ভালো অবস্থানে ভারত

উইকেটে বাউন্স অসমান। হঠাৎ দুয়েকটা বল লাফিয়ে চমকে দিয়েছে ব্যাটসম্যানকে। কিন্তু দারুণ সতর্ক ব্যাটিংয়ে সে সব বল সামলেছেন ভারতের ব্যাটসম্যানরা। অভিষিক্ত মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা আর বিরাট কোহলির ব্যাটে ধীরে কিন্তু দৃঢ়ভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে এগিয়েছে সফরকারীরা।

from bangla - Home http://bit.ly/2BHDvZx
>

No comments