সরল মন্ত্রে সফল তাইজুল

তার কথা সহজ। জীবন দর্শন সরল। তাইজুল ইসলামের বোলিংও তার জীবনের মতোই। খোলা চোখে দুর্বোধ্য কিছু মনে হয় না। তিনি নিজেও খুব বেশি জটিল করতে চান না। এক জায়গায় বল করে যাওয়া। রান না দেওয়া। ব্যাটসম্যানের ধৈর্যের পরীক্ষা নেওয়া। এই সাধারণ মন্ত্রেই দারুণ সফল এই বাঁহাতি স্পিনার।

from bangla - Home https://ift.tt/2TNLAE6
>

No comments