Breaking News

হেমন্ত সন্ধ্যায় চেতনা ও আনন্দের কনসার্ট

শীতের আগমনী বার্তা যখন হাওয়ায়, তখন মৃদু কুয়াশাময় হেমন্ত সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়াম কানায় কানায় ভর্তি। না, কোন খেলার দর্শক নয়, এ উপস্থিতি কনসার্টের। গানবাংলা টেলিভিশন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কনসার্টের আহ্বানে বিকেল থেকেই মানুষ জড়ো হতে থাকে স্টেডিয়ামে। বিনামূল্যে আয়োজিত এ কনসার্ট দেখতে তারুণ্যের উচ্ছ্বাসও চোখে পড়ার মতো। সন্ধ্যা নাগাদ স্টেডিয়ামভর্তি দর্শককে সামনে রেখে শুরু হয় আয়োজন।

from bangla - Home https://ift.tt/2PF3oSP
>

No comments