Breaking News

ফিরে আসা শেকড়ে

আমাদের দ্বীপের মধ্যেই হাঁটছিলাম আজকে শনিবারের উজ্জ্বল আমাদের দ্বীপের মধ্যেই হাঁটছিলাম আজকে শনিবারের উজ্জ্বল সকালে। কত মানুষ বেরিয়েছে এ রৌদ্রস্নাত প্রভাতে। পূর্বী নদীর পাড় ধরে চলেছে কত তরুণ যুগল হাত ধরাধরি করে, শিশুঠেলুনীতে শিশুদের নিয়ে বেরিয়েছেন মা-বাবারা গল্প করতে করতে, বয়স্ক মানুষেরা হাঁটছেন মৃদু গতিতে। স্বাস্থ্য-সচেতন মানুষদেরও কমতি নেই সেখানে - দৌঁড়াচ্ছেন কেউ কেউ - একা কিংবা যুগলে। দ্রুত হাঁটছেন অনেকেই - আবারও একা ও যুগলে।

from bangla - Home https://ift.tt/2E5uOvM
>

No comments