টেস্টে কিপিং গ্লাভস ফিরে পাচ্ছেন মুশফিক

ফিল্ডিং সেশনে শুরু দিনের অনুশীলন। সেন্টার উইকেটের ঠিক পেছনে স্লিপ কর্ডন সাজালেন কোচ স্টিভ রোডস। প্রথম স্লিপ মোহাম্মদ মিঠুন, দ্বিতীয় স্লিপ লিটন দাস, তৃতীয় স্লিপে মেহেদী হাসান মিরাজ। তবে কৌতুহল জাগানিয়া বিষয় হলো, কিপার সেখানে মুশফিকুর রহিম। আলাদা এই সেশন শেষে সেন্টার উইকেটে বোলারদের অনুশীলনেও উইেকটের পেছনে মুশফিক। মঙ্গলবার সকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের অনুশীলন সেশনের খণ্ড চিত্রগুলো যা ফুটিয়ে তুলছে, টেস্টেও দেখা যাবে সেই ছবি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে কিপিং গ্লাভস ফিরে পাচ্ছেন মুশফিক।

from bangla - Home https://ift.tt/2OeBS9O
>

No comments