তুষার-রাজ্জাকের কাছে যা শিখেছেন মিঠুন

অনেক বছর ধরেই তারকায় ঠাসা দল খুলনা। নিজ বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের সৌভাগ্য তাই হয়নি মোহাম্মদ মিঠুনের। তবে লড়াই করেই অর্জন করে নিয়েছেন খুলনা দলে জায়গা। নিজেও এক সময় হয়ে উঠেছেন দলের ভরসা। দীর্ঘ পথচলায় সতীর্থ হিসেবে পেয়েছেন তুষার ইমরান, আব্দুর রাজ্জাকের মতো অভিজ্ঞদের। শিখেছেন অনেক কিছু। সেই অভিজ্ঞতা ও শিক্ষা মিঠুন কাজে লাগাতে চান টেস্ট ক্রিকেটে।

from bangla - Home https://ift.tt/2SwcxM5
>

No comments