Breaking News

জরিমানা হলেও টুইটের সাফাই গাইলেন মাস্ক

এক টুইটের জন্যই নিজের পকেট আর নিজের প্রতিষ্ঠানের থেকে মোট চার কোটি ডলার জরিমানা গুণতে হয়েছে ইলন মাস্ক-কে। চলতি বছর মার্কিন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেইঞ্জ কমিশন (এসইসি)-এই জরিমানা ধার্য করে। আর েএই জরিমানা ওই টুইটের উপযুক্ত ছিল বলেই ভাষ্য বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান টেসলার এই প্রধান নির্বাহী।

from bangla - Home https://ift.tt/2PnExmx
>

No comments