ইমরুলের মাথায় সাজানো আছে রান
কোনো বল ছোবল দিচ্ছিল বুক সমান উচ্চতায়। কোনোটি আবার হাঁটুর নিচে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের যে উইকেটে অনুশীলন করল দল, সেটির বাউন্স একটু অসমান। শফিউল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, খালেদ আহমেদরা দারুণ পরীক্ষা নিলেন ব্যাটসম্যানদের। তবে ইমরুল কায়েস ঠিকই সামলে নিলেন। সময়ের সঙ্গে ব্যাটে দেখা গেল আত্মবিশ্বাসের ছোঁয়া। সেই বিশ্বাসের ঝংকার শোনা গেল কণ্ঠেও। সাদা পোশাকেও ধরে রাখতে চান রঙিন পোশাকের ঝলমলে পারফরম্যান্স।
from bangla - Home https://ift.tt/2ERJDDu
>
from bangla - Home https://ift.tt/2ERJDDu
>
No comments