Breaking News

খাশুগজিই কি ধারণ করেছিলেন ওই অডিও?

তুরস্কের সৌদি কনসুলেটে খুন হওয়া জামাল খাশুগজির মৃত্যুকালে ধারণ করা এক অডিও ফাইল পুরো ঘটনার কেন্দ্রে অবস্থান করছে। বলা হচ্ছে, সৌদি শাসনব্যবস্থার প্রখ্যাত এই সমালোচক কনসুলেটে ঢোকার আগেই তার হাতে অ্যাপল ওয়াচে অডিও রেকর্ড অপশন অন করে রেখেছিলেন আর সেটি ‘পেয়ার’ করা বা নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত অবস্থায় ছিল তার আইফোনের সঙ্গে। আইফোনটি তিনি রেখেছিলেন বান্ধবীর কাছে এবং বান্ধবী তখন অবস্থান করছিলেন কনসুলেটের বাইরে। অন্তত তুর্কি মিডিয়া বিষয়টিকে এভাবেই ব্যাখ্যা করেছে।

from bangla - Home https://ift.tt/2NPRDUx
>

No comments