‘রিয়াল কোচের ভবিষ্যৎ খেলোয়াড়দের হাতে নেই’

দলের টানা ব্যর্থতায় রিয়াল মাদ্রিদের কোচ হুলেন লোপেতেগির ভবিষ্যৎ শঙ্কার মুখে পড়েছে। তার বরখাস্ত হওয়া না হওয়ার বিষয়টি খেলোয়াড়দের হাতে নেই বলে দাবি করেছেন সের্হিও রামোস। তবে ক্লাসিকোয় বড় হারের পর প্রচণ্ড চাপে থাকা কোচের পাশে দলের সবাই আছে বলে জানিয়েছেন অধিনায়ক।

from bangla - Home https://ift.tt/2SstpDu
>

No comments