ড্রাফটের আগেই চিটাগং ভাইকিংসে মুশফিক

বিপিএল প্লেয়ার্স ড্রাফটে এবার মূল কৌতুহল ছিল মুশফিকুর রহিমকে ঘিরে। গতবারের দল রাজশাহী কিংস তাকে ছেড়ে দিয়েছে, ড্রাফটের আগের দিন পর্যন্ত পাননি দল। ড্রাফটের অফিসিয়াল তালিকায় ছিল তার নাম। কিন্তু রোববার ড্রাফট শুরুর একটু আগে জানিয়ে দেওয়া হলো, চিটাগং ভাইকিংস দলে নিয়েছে ‘এ’ প্লাস ক্যাটেগরির এই ব্যাটসম্যানকে।

from bangla - Home https://ift.tt/2JkdOll
>

No comments