Sunday, October 21, 2018

৩২ বছরের সবচেয়ে ‘বুড়ো’ অভিষিক্ত ফজলে রাব্বি

তার দলে ডাক পাওয়াই ছিল বাংলাদেশের ক্রিকেটে একরকম মাইলফলক। ৩০ পেরিয়ে যাওয়ার পর প্রথমবার বাংলাদেশ দলে সুযোগ পাওয়া বেশ বিরল। ফজলে মাহমুদ রাব্বির ক্যারিয়ারের নতুন বাঁক এবার জন্ম দিল নতুন আরেক অধ্যায়ের। শুধু স্কোয়াডেই নয়, জায়গা পেলেন একাদশেও। ১৯৮৬ সালে, বাংলাদেশের অভিষেক ওয়ানডের পর এত বেশি বয়সে ওয়ানডে অভিষেক হয়নি বাংলাদেশের আর কারও।

from bangla - Home https://ift.tt/2AlPsVw
>

No comments

Post a Comment