‘একদিন এসব ট্রফি আমাদের জন্য মামুলি হয়ে উঠবে’

ফাইনালের পর সব আনুষ্ঠানিকতা শেষে হোটেল কক্ষে ফিরতে ফিরতে রাত প্রায় দুইটা। আরেকটি ফাইনালে শেষ বলে হারার যন্ত্রণা অধিনায়ককে ঘুমাতে দেয়নি বাকি রাতটুকু। তবে রাত্রি শেষে ভোরের আলোয় টুর্নামেন্টের প্রাপ্তিগুলো তাকে দেখাচ্ছে নতুন স্বপ্ন। দেশে ফেরার আগে দুবাইয়ের টিম হোটেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মাশরাফি বিন মুর্তজা ফিরে তাকালেন এই টুর্নামেন্টে। আলো ফেললেন সামনের পথচলায়ও।

from bangla - Home https://ift.tt/2DHoFGR
>

No comments