Breaking News

নিজেকে এত সস্তা ভাবি না যে ট্রফি দিয়ে বিচার করব: মাশরাফি

আরেকটি ফাইনাল, আরেকবার ট্রফি জয়ের হাতছানি। আগেও বেশ কবার এই হাতছানি ছিল বাংলাদেশের সামনে। কিন্তু মিলিয়ে গেছে প্রতিবার। দেশের ইতিহাসের সেরা অধিনায়ক হলেও ট্রফির ছোঁয়া পাওয়া হয়নি তাই মাশরাফি বিন মুর্তজারও। এবার কি ঘুচবে খরা? প্রশ্ন, কৌতুহল অনেক আছে। কিন্তু মাশরাফির মনে নেই তেমন কোনো তাড়না। স্রেফ ট্রফি দিয়ে যে বিচার করতে চান না নিজেকে!

from bangla - Home https://ift.tt/2Q77y2g
>

No comments