আঙুলে চোট নিয়েই ফাইনাল খেলবেন মাশরাফি

বল লেগে একটু নড়ে গিয়েছিল ডান হাতের কনিষ্ঠার হাড়। নিজেই এক টানে ঠিক জায়গায় বসিয়ে দিয়েছেন। আঙুল কেটে গেছে বেশ। ব্যথা আছে। থাকতে পারে ছোটখাট চিড়ও। তবে সেসবকে পাত্তাই দিচ্ছেন না মাশরাফি বিন মুর্তজা। আঙুলের অবস্থা যেমন হোক, বাংলাদেশ অধিনায়ক আপাতত ভাবছেন শুধু ফাইনাল নিয়েই।

from bangla - Home https://ift.tt/2zyof1v
>

No comments