বাংলাদেশ অসাধারণ খেলেছে: রোহিত

দুই বার তো প্রায় নিশ্চিত, ফাইনাল হলে তিনবার। এবারের এশিয়া কাপকে ভারত-পাকিস্তান তিন ম্যাচের সিরিজ হিসেবেই ধরে নেওয়া হয়েছিল এই দুই দেশের অনেক সংবাদমাধ্যমে। এসিসিও এমনি চায় বলে প্রশ্ন তুলেছেন অনেকে। এমনকি ফাইনালের পর সংবাদ সম্মেলনেও রোহিত শর্মাকে এক সংবাদকর্মীর প্রশ্ন, ফাইনালে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান হলে কেমন হতো? ভারতীয় অধিনায়কের উত্তরে থাকল বাংলাদেশের জন্য অকুণ্ঠ প্রশংসা।

from bangla - Home https://ift.tt/2OkDjYA
>

No comments