লিটনের দীপ্তিতেও তিমিরে বাংলাদেশের ব্যাটিং

অনেক বিস্ময়ের টুর্নামেন্টে আরেকটি চমক। ওপেনার মেহেদী হাসান মিরাজ! এর চেয়েও বড় চমক ২২ গজের পারফরম্যান্সে। রেকর্ড উদ্বোধনী জুটি। লিটন দাসকে যে রূপে খুঁজে ফিরছিল বাংলাদেশ, অবশেষে ফাইনালের মহামঞ্চে দেখা গেল সেটির উজ্জ্বল উপস্থাপন। কিন্তু ইনিংসের আলো পরে গেল মিলিয়ে। মাঝপথ থেকেই দিশাহারা দল, শেষটায় পৌঁছাল না কাঙ্ক্ষিত ঠিকানায়।

from bangla - Home https://ift.tt/2NPzAme
>

No comments