এক হাতের অনুশীলনে ‘সহজ হবে’ দুই হাতের ক্যাচ

সূচীতে ছিল জিম আর ফিল্ডিং সেশন। সেই ফিল্ডিং সেশনের অনেকটা জুড়ে দেখা গেল ব্যতিক্রমী এক অনুশীলন। অনেকটা সময় ধরে ক্রিকেটারদের এক হাতে লং ক্যাচ নেওয়া অনুশীলন করালেন কোচ স্টিভ রোডস। পরে দলের প্রতিনিধি হয়ে মেহেদী হাসান মিরাজ জানালেন, ম্যাচে কাজটা সহজ করে তুলতেই এই কঠিন অনুশীলন।

from bangla - Home https://ift.tt/2ofYKeH
>

No comments