সেই ওভারের আগে রুবেলকে যা বলেছিলেন মাশরাফি

২ ওভারে প্রতিপক্ষের প্রয়োজন ৩৪ রান, কাজটা যথেষ্টই কঠিন। তার পরও রুবেল হোসেনের হাতে বল তুলে দেওয়ার সময় বুক কাঁপার কথা অধিনায়কের। কিছুদিন আগেই যে দুইবার পরিস্থিতি থেকেও দলকে হারার পথে ঠেলে দিয়েছিল রুবেলের বোলিং। তবে এ দিন রুবেলকে মাশরাফি বিন মুর্তজা শুনিয়েছিলেন একটি মন্ত্র, বাংলাদেশ অধিনায়ক যা শুনেছিলেন পেস কিংবদন্তি ওয়াসিম আকরামের কাছ থেকে। ফল মিলেছে তাতে।

from bangla - Home https://ift.tt/2mVuo0e
>

No comments