Breaking News

হারের জন্য অনাকাঙ্ক্ষিত বিরতিকে দুষলেন বাংলাদেশ কোচ

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শেষ দিকের দারুণ বোলিংয়ে মোমেন্টামটা নিজেদের দিকে নিয়ে এসেছিল বাংলাদেশ। লিটন দাসের বিস্ফোরক ইনিংসে ব্যাটিংয়েও মোমেন্টাম ছিল স্বাগতিকদের দিকেই। কিন্তু ‘নো’ বল নিয়ে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে খেলা বন্ধ হয়ে যায় ৮ মিনিটের জন্য। বাংলাদেশ কোচ স্টিভ রোডস মনে করেন, এই অনাকাঙ্ক্ষিত বিরতিতে মোমেন্টাম ছুটে যায় বাংলাদেশের হাত থেকে। তেতে উঠা ওয়েস্ট ইন্ডিজ এরপর থেকে দল হিসেবে দারুণভাবে ঐক্যবদ্ধ হয়ে জিতে যায়।

from bangla - Home http://bit.ly/2ByJi3D
>

No comments