Breaking News

উদ্ভাসিত সেঞ্চুরিতে ইমরুলের বার্তা

‘ইমরুল কায়েস শো’ তখন শেষ। কিন্তু শেষ হচ্ছিল না রেশ। প্রায় ১৮ হাজার দর্শকে ভরা গ্যালারি দাঁড়িয়ে জানাচ্ছে অভিবাদন। ড্রেসিং রুমে, ডাগ আউটে সতীর্থদের তালি শেষই হচ্ছিল না। মাঠের নানা প্রান্ত থেকে ছুটে এলেন জিম্বাবুয়ের ফিল্ডাররা। চলল অভিনন্দনের পালা। ইনিংসটিই এমন, মন্ত্রমুগ্ধ চারপাশ। মোহাবিষ্ট প্রতিপক্ষও।

from bangla - Home https://ift.tt/2yUjfmc
>

No comments