Breaking News

ইমরুলের অসাধারণ ইনিংসে বাংলাদেশের স্বস্তি

নড়বড়ে শুরু। একটু গুছিয়ে নেওয়ার পর আবার মাঝপথে হোঁচট। বাংলাদেশের ব্যাটিং কাঁপিয়ে দিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু পেরে উঠল না তারা একজনের সঙ্গে। শুরু থেকে প্রায় শেষ, পুরো পথ দলের আস্থা হয়ে রইল ইমরুল কায়েসের ব্যাট। এক প্রান্ত আগলে দলকে জুগিয়ে গেলেন নির্ভরতা। শেষের দাবি মিটিয়ে তুললেন ঝড়। তার অসাধারণ সেঞ্চুরিতে বাংলাদেশের স্কোর পৌঁছাল মোটামুটি স্বস্তির ঠিকানায়।

from bangla - Home https://ift.tt/2NTTLur
>

No comments